পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সোমবার গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্য ও চৌকিদারসহ ১০ জন আহত হয়েছে। আহতদেরকে আশংকাজনক অবস্থায় পাবনা ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া থানায় মামলা হয়েছে।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১টার দিকে দিলপাশার ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ রেল স্টেশন বাজারে একটি চা ষ্টলে বসে ছিলেন। এ সময় ২০/২২ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার সহকর্মি ইউপি চৌকিদার সোহরাব আলীসহ (৫৫) ১০ জন আহত হয়। আহতদের মধ্যে উপজেলার কৈডাঙ্গা গ্রামের আব্দুর রউফ (৫৪), চাচকিয়া গ্রামের আব্দুল হাই (৩৫),আব্দুল বারি (২৭) এবং মাগুড়া গ্রামের আব্দুস সালাম (৩৮),কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই দিলপাশার স্টেশনের মুদি দোকানি। এর আগে সন্ত্রাসীরা দিলপাশার ইউপির সদস্য মাগুড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী মজিদ মেম্বরের বাড়িতে হামলায় চালায়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মজিদ মেম্বরের স্ত্রী মরিয়ম ও ভাতিজা বাবুল আক্তার গুরুতর আহত হয়।
দিলপাশার ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ দাবী করেন, পুর্ব শত্র“তার জের ধরে তাকে ও মজিদ মেম্বরকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করা হয়। সন্ত্রাসীরা স্থান ত্যাগ করার সময় তাদের দুজনকে হত্যার হুমকিও দিয়ে গেছে ।
মঙ্গলবার সকালে মজিদ মেম্বর বাদি হয়ে দশজন নামীয় ও পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে ভাঙ্গুড়া থানায় মামলা করেছেন। থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।