নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব শওকত চৌধুরী বলেছেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন। এলাকায় প্রচুর সমর্থন মিলছে। এই নির্বাচনে সকল দল অংশ নিলে এই নির্বাচনটি উৎসবে পরিণত হতো বলে তিনি উল্লেখ করেন। তিনি ২ ডিসেম্বর সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবে মনোনয়নপত্র দাখিল শেষে প্রথমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওই কথা বলেন। এসময় দৈনিক সমকালের উত্তরাঞ্চল প্রতিনিধি ও আলাপন সম্পাদক আমিনুল হক, দৈনিক নীলফামারী বার্তার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান, সৈয়দপুর বার্তার সম্পাদক আবু-বিন-আজাদ, আমার দেশ প্রতিনিধি এম. ওমর ফারুক, মানবজমিন প্রতিনিধি এম, এ করিম মিষ্টার, প্রথম আলো প্রতিনিধি এম, আর আলম ঝন্টু, সমকাল প্রতিনিধি ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক সাকির হোসেন বাদল, নীলফামারী চিত্রের সম্পাদক মকসুদ আলম, সাংবাদিক ওবায়দুল ইসলাম, জিকরুল হক, সংবাদ প্রতিনিধি কাজী জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
