ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে ২৪জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ১:৫১ অপরাহ্ণ

Tangail_District_Map_Bangladesh-160শাহ আলম, কালিহাতী (টাঙ্গাইল) : দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের আওয়ামী লীগ, জাতীয় পাটি ও স্বতন্ত্র প্রার্থীরা সোমবার তাদের মনোনয়ন পত্র রির্টানিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের নিকট জমা দিয়েছেন। ১৩০ টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাতীয় পাটির সার্জেন্ট মোহাম্মদ আলী ও বিএনএফ এর আবু মিল¬াত মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৩১ টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত খন্দকার আসাদ্জ্জুামান এমপি, জাতীয় পাটির ভুয়াপুর উপজেলা চেয়ারম্যান শামসুল হক তালুকদার, ১৩২ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আমানুর রহমান খান রানা, জাতীয় পার্টির আব্দূল হালিম। ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জাসদ ইনু থেকে এসএম আবু মোস্তফা ও বিএনএফ থেকে শামসুল হক মহসিন। ১৩৪ টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দেন মোঃ ছানোয়ার হোসেন, জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুরাদ সিদ্দিকী, জাতীয় পাটি (মঞ্জু) কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাদিক সিদ্দিকী, স্বতন্ত্র সৈয়দ খালেদ মোস্তফা, বিএনএফ এর আতোয়ার রহমান মনোনয়নপত্র জমা দেন। ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি খন্দকার আব্দুর বাতেন, জাতীয় পাটি থেকে মামুনুর রহিম সুমন ও আব্দুল কুদ্দুস চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দেন। ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত বর্তমান এমপি একাব্বর হোসেন ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, ১৩৭ টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ও উপজেলা জাতীয় পাটির সভাপতি কাজী আশরাফ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার সৈয়দ আমিরুল ইসলাম জানিয়েছেন, আগামী ৫ জানুয়ারী ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ৯২৫টি কেন্দ্রে ৫ হাজার ২২৫টি কক্ষে ২৪ লাখ ৮৪ হাজার ৩৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ১২ লাখ ১৯ হাজার ৬৪১ জন পুরুষ ভোটার ও ১২ লাখ ৬৪ হাজার ৭৫৩ মহিলা ভোটার রয়েছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!