চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহাবুবের নেতৃত্বে বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সানোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. রশিদুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. কবিরুল হাসান, সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান ও সদর উপজেলা নির্বহী কর্মকর্তা মো. আবুল আমিন। যৌথ ভাবে অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও এনজিও সমগ্র।