চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে নিজের পোষা বানরের কামড়ে আহত আমির হোসেন (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আমির হোসেনের বাড়ি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান জানান, আমির হোসেন দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তার নিজের একটি পোষা বানর দিয়ে হাট-বাজার সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে আসছিল। তার বিনিময়ে প্রতিদিন দেড় থেকে দুইশ’ টাকা আয় হতো আমির হোসেনের। সেই আয়েই চলতো তার সংসার। পোষা বানরটিকে দুধ, কলা, পাউরুটি সহ অন্যান্য খাবার কিনে খাওয়াতেন তিনি।
গত এক মাস আগে সেই পোষা বানরটি হঠাৎ করে আমির হোসেনকে কামড় দেয়। কিন্তু আমির হোসেন বানরের কামড়কে তুচ্ছ মনে করে কোনো প্রতিষেধক টিকা নেননি। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মাঝগ্রামের ইউপি মেম্বার মোজাহার হোসেন মোজাই আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
