চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের চাটমোহর উপজেলার চাঁদামারা রেল ব্রীজের পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি হলো উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের আজিজুল হকের ছেলে গোলজার হোসেন (৩৫)। গতকাল সকালে নির্জন ঐ ব্রীজের পাশে একটি গাছের সাথে গোলজারের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। এলাকাবাসী জানান, স্ত্রীর সাথে অভিমান করে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ঘটনাটি আত্মহত্যা হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
