চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর শহরের জিএম সেনগুপ্ত রোডে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্রসহ ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে রতন (২৭) ও সিয়াম (১৫)। সিয়াম চাঁদপুর শহরের আল-আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এছাড়াও গুলিবিদ্ধ সুমন ও আল-আমিনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে অবরোধের সমর্থনে ১৮ দলের একটি মিছিল শহরের জিএম সেনগুপ্ত রোড এলাকায় জেলা শিল্পকলা একাডেমির সামনে পৌছলে বাধা দেয় পুলিশ। পরে মিছিলটি শহরের শাপলা চত্বর এলাকা ঘুরে আবার জিএম সেনগুপ্ত রোড এলাকায় গিয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ওইসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়ে পুলিশ।
চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, দু’জনই গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে গুলিবর্ষণের কথা অস্বীকার করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ জানান, মিছিলের শেষভাগ থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে শিবিরকর্মীরা। এরপর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।
