এম. এ করিম মিষ্টার, নীলফামারী : ১৮ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে গোটা নীলফামারী জেলা কার্যত অচল হয়ে পড়েছে। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষকরা বাজারে এনে সবজি বিক্রি করতে কষ্ট ভোগ করছেন। সেই সাথে পরিবহনের সাথে জড়িত জেলার প্রায় ৩ হাজার শ্রমিক কর্মহীন বেকার হয়ে পড়েছে। বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করায় সবজি চাষীরা বিপাকে পড়েছে। বিক্ষুব্ধ অবরোধকারীরা জেলার সৈয়দপুর, জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরীগঞ্জ উপজেলার প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শাক-সবজি বাজারে আনতে পারছেন না এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠাতেও পারছেন না। এতে করে নতুন আলু, বেগুন, সিম, ফূলকপি, মুলা, ধনেপাতাসহ বিভিন্ন শাক-সবজি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চাষীরা। পরিবহন বন্ধ এমনকি অবরোধে রিকশা-ভ্যানও চলাচল করতে না পারায় উৎপাদিত কৃষিপণ্য নিয়ে মাথায় হাত পড়েছে কৃষকের। এতে করে কৃষকদের পানির দামে শাক-সবজি বিক্রি করতে হচ্ছে।