শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি পুরাতন এসএমজি (সাব মেশিনগান) উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার রাণীশিমূল পূর্বপাড়া গ্রামের এক ধান ক্ষেতের আইল থেকে পরিত্যক্ত অবস্থায় ওই সাব মেশিনগান (এসএমজি) উদ্ধার করা হয়।
জানা যায়, জমির মালিক মো. জাহাঙ্গীর আলমের (৪০) আবাদী জমিতে বর্গাচাষী রুবেল আহাম্মেদ (৩৫) আইল কাটতে গেলে ওই মেশিনগানটি বের হয়ে আসে। ঘটনাটি জানাজানি হয়ে পড়লে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীবরদী থানার এসআই বশীর আহাম্মেদ বাদল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মেশিনগানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বেশ কিছুদিন পূর্বে ওই মেশিনগানটি লুকিয়ে রাখতেই মাটিতে পুতে রেখেছিল। এব্যাপারে শ্রীবরদী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
