স্টাফ রিপোর্টার : শেরপুরের আতিউর রহমান মডেল গালর্স কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজনের মাতা এবং মরহুম গোলাম মোর্শেদ খান ওরফে মনসুর মাষ্টারের স্ত্রী হোসনে আরা মুকুল (৭০) বার্ধক্যজনিত কারণে ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় শহরের কসবা মোল্লাপাড়ার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা বাসকোচ মালিখ সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও ৬ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মিতুল গভীর শোক প্রকাশ করেছেন।
