বিশেষ সংবাদদাতা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : অবরোধের তৃতীয় দিনে রূপগঞ্জের বিভিন্ন স্থানে ৫ টি গাড়িতে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। ২ ডিসেম্বর সোমবার সকালে ঢাকা বাইপাসের জিন্দা এলাকায় ৩টি ট্রাক, তারাব এলাকায় সুলতানা কামাল সেতুর পাশে একটি যাত্রীবাহি বাস ও গাউছিয়া মার্কেটের সামনে একটি পিক আপ ভ্যানে আগুন দেয়া হয়।
জানা গেছে, সোমবার সকাল ৭ টার দিকে যুবদল কর্মীরা ডেমরা তারাব রোডের সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা যুবদলের নেতা-কর্মীদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। সোমবার ভোর ৪ টার দিকে ঢাকা বাইপাস সড়কের জিন্দা এলাকায় বিএনপির কর্মীরা রাস্তার ওপর ৩ টি ট্রাক আটকিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রবিবার রাত ১টার দিকে ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে সকাল থেকেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
