কেশবপুর (যশোর) প্রতিনিধি , যশোর-৬ কেশবপুর আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা মন্ত্রী পতœী ইসমাত আরা সাদেক মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সোমবার বিকেল ৪ টা ৩০ মিনিটে সহকারি রির্টাণিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, মহিলা লীগ নেত্রী রেবা ভৌমিক ও ওয়ার্কাসপার্টি জেলা নেতা এড. আবু বকর সিদ্দিক। অপরদিকে বিকাল ৩ টা ১৫ মিনিটে জাতীয় পার্টি(এরশাদ) মনোনীত প্রার্থী সাবেক এমপি মাওলানা সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত মনোনয়ননপত্র জেলা রির্টাণিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন জাতীয় পার্টির কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ ও পৌর জাপার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জমা দিয়েছেন। এ নিয়ে মোট দু জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
