মেহের আমজাদ, মেহেরপুর : দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে মনোনয়ন পত্র জমাদান শেষ হয়েছে। ৭৩ মেহেরপুর- ১ আসনে ৭টি মনোনয়ন পত্র জমা হয়েছে। আ’লীগ মনোনীত প্রার্থি ফরহাদ হোসেন দোদুল, আ’লীগ থেকে মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি জয়নাল আবেদীন (স্বতন্ত্র), শহর আ’লীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম ( স্বতন্ত্র), মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিলাহ মতু, (জেপি মঞ্জু) আব্দুল হামিদ (জেপি এরশাদ), কাউছার আলি (স্বতন্ত্র), শফিকুল ইসলাম কাজল (জাসদ ইনু) এ দিকে ৭৪ মেহেরপুর-২ গাংনী আসনেও ৭টি মনোনয়ন পত্র জমা হয়েছে। আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক, আ’লীগ থেকে মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন (স্বতন্ত্র), উপজেলা আ’লীগের সভাপতি শহিদুজ্জামান খোকন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আব্দুল হালিম (জেপি মঞ্জু) কেতাব আলী (জেপি এরশাদ) মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
