মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মাগুরা-২ আসনের দুই প্রার্থী মহম্মদপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল দিয়েছেন।
সোমবার দুপুর আড়াই টায় সতন্ত্র প্রার্থী মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান এবং বিকাল ৪ টার সময় আওয়ামীলীগ দলীয় প্রার্থী সাবেক সাংসদ এ্যাড. শ্রী বীরেন শিকদার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উভয় প্রার্থীর সাথে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমাদানকে কেন্দ্র করে দুই প্রার্থী শহরে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল করে।
