আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব লায়ন আনছার আলী মৃধা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি গতকাল সোমবার বেলা ২টা ৩০ মিনিটে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাচন অফিসার সুদীপ কুমার রায়, সহ দলীয় নেতৃবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া বেলা সাড়ে ১২ টায় জাতীয় পাটী (এরশাদ) মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন দুপচাঁচিয়ার নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ. চামরুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাগর, পৌর জাপার সেক্রেটারী মোচ্ছাব্বর হাসান মুছা সহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন।