পীরগঞ্জ(ঠাকুরগাও) সংবাদদাতা : জেলার পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দক্ষিন নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেসুর রহমান ২ ডিসেম্বর সন্ধায় হার্ট এটাকে মৃত্যুবরন করেছেন। ইন্না নিল¬াহে ওয়া ইন্না…….রাজেউন। মন্ধার পরে হঠাৎ করেই তার বুকে ব্যথা শুরু হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি ১ কন্যা, ১ পুত্র, স্ত্রী সহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার আকষ্মিক মৃত্যুতে পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগে সংরক্ষিত ছুটি ঘোষনা করা হয়েছে। ৩ ডিসেম্বর বাদ যোহর দক্ষিন নওপাড়াস্ত তার গ্রামের বাড়ীর পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তিনি শহরের রঘুনাথপুর রেল ক্রসিং এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য মো: ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান মো: ইসাহাক আলী, পৗর মেয়র রাজেউর রহমান রাজু, সোবেক মেয়র কশিরুল আলম, সাবেক পৌর চেয়ারম্যান মো: গোলাম হোসেন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আকতারুজ্জামান, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম, সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আজম রেহমান, বর্তমান কার্যকরী কমিটির সভাপতি আবুল হাসনাত, সাধারন সম্পাদক মোশারফ হোসেন পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্বার শান্তি ও মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
