পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদাতা : ২ ডিসেম্বর জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নের বনডাঙ্গা বঙ্গবন্ধু বাজার এলাকায় মায়ের সাথে দাওয়াত খেতে গিয়ে রাস্তা পার হওয়ার প্রাক্কালে দ্রুত গতির একটি মোটর সাইকেলের ধাক্কায় ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় মোটর সাইকেল চালক মিন্টু মিয়া(২৫) গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর পরই গুরুতর আহত উপজেলার বেলদহি গ্রামের শিশু গোলাপ পিতা কামরুল ইসলাম ও মিন্টু মিয়াকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধার পর শিশুটি মৃত্যুবরন করে। রাত সাড়ে আটটায় তার মৃতদেহ গ্রামের বাড়ীতে নেয়া হয়। আহত মোটর সাইকেল চালক মিন্টু তার ২ সহযোগীকে নিয়ে বেলদহি গ্রামস্থ শশুর আব্দুল কুদ্দুসকে দেখার জন্য যাচ্ছিলেন। পথে অসতর্কতাবশত: দূর্ঘটনা কবলিত হয়।
