পাবনা প্রতিনিধি : ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন পাবনার বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে ১৮ দল সমর্থকরা। এ ছাড়াও শহরে মেরিল বাইপাস মোড়ে অবরোধের সর্মথনে রাস্তায় বসে পড়ে ১৮ দলের নেতাকর্মিরা।
পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কেএস মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দলের সাধারন সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, তৌফিক হাবিব, একেএম মুসা, মাসুদ খন্দকার, নাজমুল হোসেন শাহিন, জহুরুল ইসলাম, মোসাবিবর হোসেন সঞ্জু, রেহানুল ইসলাম বুলাল, হিমেল রানা, তসলিম হাসান সুইট প্রমুখ।
এদিকে, অবরোধ চলাকালে পাবনা থেকে দুরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কগুলোতে নছিমনম, করিমন, অটোরিকসা সহ হালকা যান চলছে। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
