পাবনা প্রতিনিধি : ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়ায় টেবুনিয়া পূবালী ব্যাংক লিমিটেড মালিগাছা শাখার জুনিয়র অফিসার ও পিয়নকে হত্যা করে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। সোমবার সকাল ৮টায় ঈশ্বরদীর দাশুড়িয়ায় অবস্থিত পাবনা চিনিকলের নিকট মহাসড়কের পাশে একটি আখ ক্ষেতে থেকে এদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও ব্যাংক বলছে, এদেরকে দূর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে গেছে।
নিহতরা হলো পাবনার সুজানগর উপজেলার বাদাই গ্রামের আব্দুস সালামের ছেলে ও পূবালী ব্যাংক লিমিটেড পাবনা মালিগাছা শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) আবুল কালাম আজাদ (৩৫)। সে পাবনা সদরের রাধানগরে তার শ্বশুড় বাড়িতে থাকতো। অপরজন হলো টেবুনিয়ার রাণী গ্রামের মুক্তার হোসেনের ছেলে ওই ব্যাংকের অফিস পিয়ন আমির হোসেন (২৭)।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে অফিসের কাজ শেষ করে ব্যাংক থেকে তারা বের হয়। এরপর তারা রাতে বাড়ি ফিরে যায়নি। ওই রাতে অনেক খোঁজাখুজি করেন তাদের স্বজনেরা। এমনকি এদের মোবাইলে খোঁজ করেও পায়নি তাদের স্ত্রী।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয়রা পাবনা সুগার মিল সংলগ্ন মাঠের একটি আখ ক্ষেতে পাশাপাশি দুইটি লাশ পড়ে থাকতে দেখে ঈশ্বরদী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পূবালী ব্যাংক মালিগাছা শাখার জুনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ছুটির পর আবুল কালাম মোটর সাইকেল নিয়ে বের হয়েছিলেন। তার ধারণা ছিনতাইকারীরা মোটর সাইকেল ছিনতাই করে এদেরকে হত্যা করে ফেলে রাখে। তিনি জানান, এই ঘটনার পর পর ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে পাবনা সুগার মিল এলাকার ওই মহাসড়কে বিভিন্ন ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে। হরতাল-অবরোধের সময় চিনিকল এলাকার এই ফাঁকা রাস্তায় অপরাধীদের তৎপরতা বৃদ্ধি পায়। এর আগেও ওই স্থানে বেশ কয়েকটি মোটর সাইকেল ছিনতাই ও খুনের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
ওসি বিমান দাশ ও ঈশ্বরদী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) শাহ-নুর আলম পাটওয়ারী জানান, প্রাথমিক ভাবে লাশ দুইটির পরিচয় পাওয়া গেছে। এরা ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী। আখ ক্ষেতে পড়ে থাকা অবস্থায় পিয়ন আমির হোসেনের হাত-পা বাধা ও শরীরে আঘাতের চিহ্ন ও অফিসার আবুল কালামের গলায় আঘাতের দাগ রয়েছে। এসময় লাশ দুটির পাশ থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়।
