দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭ নেত্রকোনা ১ দুর্গাপুর-কলমাকান্দা আসনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদারের পুত্র শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল ও তার স্ত্রী ডা: দীপু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সোমবার উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে বিকাল ৪টা ৪৫মিঃ নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর আগে সারাদেশে ১৮দলের অবরোধ থাকার কারণে তিনি তরিঘড়ি করে ঢাকা থেকে সোমবার দুপুর ১টা ৩০মিনিটে হেলিকপ্টার যোগে রুয়েল তালুকদার ও তার স্ত্রী ডাঃ দীপু সুসং ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করলে শতশত দলীয় নেতা কর্মীরা তাকে মিছিল সহকারে স্বাগত জানায়।
এই দম্পত্তি মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সাথে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারিজ বেগ,আওয়ামী নেতা মোঃ চান মিয়া মেম্বার,অধ্যাপক লিয়াকত আলী,ডা. আঃ হান্নান,নুরুল ইসলাম,আনোয়ার হোসেন বুলবুল, হাবিব মেম্বার,জালাল সেনা পরিষদের আতিফ খান অজয়,আঃ ছাত্তার ঢালী সহ শতাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উলেখ্য যে,এ আসনে আওয়ামীলীগের এমপি ছিলেন মোশতাক আহমেদ রুহী, তিনি এবারে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হিসাবে জেলা সদরে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা করেছেন বলে জানাগেছে। প্রকাশ থাকে যে, এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছবি বিশ্বাস।
