নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জে ও ঘোড়াঘাটে ৩ জন প্রার্থী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে ২ জন আওয়ামীলীগের ও ১ জন জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। আজ সোমবার বেলা ৩টায় নবাবগঞ্জ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিবের নিকট সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক আওয়ামীলীগের প্রার্থী হিসাবে তার মনোনয়ন দাখিল করেন। এর পরই মনোনয়ন দাখিল করেন জাতীয় পার্টির প্রার্থী হিসাবে শিবলী সাদিকে বড় আব্বা দেলোয়ার হোসেন। অপরদিকে বেলা দুপুরে ঘোড়াঘাট সহকারী রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমানের নিকট বর্তমান সংসদ সদস্য ড. আজিজুল হক চৌধুরীর পক্ষে জেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রাহেনুল ইসলাম রানু তার মনোনয়ন দাখিল করেছেন।
