নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি একেএম রেজাউল করিম তানসেন সোমবার দুপুর সাড়ে ১২ টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করায় নন্দীগ্রামে জাসদ নেতা কামরুজ্জামানের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। এরপর মিষ্টি বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন, জাসদ নেতা জিয়াউল হক শাহীন, মাহবুুবুর রহমান, আবু তালেব, নুরুল ইসলাম শেফা, মোকছেদ আলী, অনিল কুমার, সুনিল কুমার ও জাসদ ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম তোতা প্রমুখ।
