নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও উপজেলা শাখার সভাপতি হাজী নুরুল আমিন বাচ্চু সোমবার বিকেল ৪ টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অভিজিৎ রায়ের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। ওই সময় জাতীয় পার্টি নেতা আলহাজ্ব খয়বর আলীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
