কুমিল্লা প্রতিনিধি : আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ প্রার্থী। মনোনয়ন পত্র জমাদানকারীদের মধ্যে মহাজোটে আ’লীগ ও জাতীয় পার্টি ২প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী দু’জন। এদের মধ্যে ৩জনই আ’লীগ সমর্থক।
এরা হলেন,-আ’লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, জাতীয় পার্টির প্রার্থী জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু এবং স্বতন্ত্র প্রার্থী আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক সাংসদ ও মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মূন্সী’র পুত্র দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল ও রোশন আলী মাষ্টার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন।
