দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র,ওয়াই ডব্লিউ সি এ, ব্র্যাক, পারি, পিআরডিএস, ইভেন্টফুল এর সহযোগিতায় দুর্গাপুরে বিশ্ব এইডস দিবস উদযাপিত হয়েছে। ১ ডিসেম্বর রবিবার দুপুরে দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহনে একটি র্যালি পৌর শহরের সবকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা আলমগীর হোসাইন, এডিপি ম্যানেজার অনুপ সাংমা, ডিএসকের প্রজেক্ট ম্যানেজার এম.এ রব, এমডব্লিউবি এর নির্বাহী পরিচালক ও সাফ/আসফ এর এরিয়া কো-অর্ডিনেটর নিতাই চন্দ্র সাহা, কাউন্সিলর রমজান হোসেন সহ অন্যান্যরা। আলোচনা শেষে দিবসের তাৎপর্যের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ডিএসকের শিল্পীবৃন্দ।
