ঝালকাঠি সংবাদদাতা প্রতিনিধি : ঝালকাঠিতে শান্তিপূর্ণ ও আনন্দমূখর পরিবেশে দুটি আসনে দুই হেভিওয়েট প্রার্থী সহ মোট ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনে সরকার দলীয় সাংসদ বজলুল হক হারুন এবং জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ্এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জাতীয় পার্টির জাপার মোঃ নাসির উদ্দিন হাওলাদার কাঠালিয়া উপজেলা সহকারি রিটনিং অফিসারের কাছে। ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, জাতীয় পাটি ( এরশাদ)’র ক্রীড়া বিষয়ক সম্পাদক এম এ কুুদ্দুস এবং জেপি’র মোঃ নাসির উদ্দিন রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমাদেন। এসময় রির্টানিং অফিসারের কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

