শ্যামলবাংলা ডেস্ক : বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ২ সাংবাদিককে জামিন দিয়েছে আদালত। তারা হলেন আরটিভির সিটি রিপোর্টার তানভিদ রনি ও ক্যামেরাপারসন প্রশান্ত মোদক। ২ ডিসেম্বর সোমবার দুপুরে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় তারা জামিন আবেদন করলে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া তা মঞ্জুর করেন। হাতবোমা বিস্ফোরণে প্ররোচিত করার অভিযোগে গ্রেফতার দেখিয়ে রবিবার সন্ধ্যায় তাদের ৪ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, রবিবার সকালে কামরাঙ্গীরচরে হাতবোমা বিস্ফোরণের দৃশ্য ধারণ করার সময় স্থানীয় যুবলীগকর্মীরা আরটিভির ওই ২ সাংবাদিককে আটক করলে পুলিশ তাদের উদ্ধার করে কামরাঙ্গীরচর থানায় নিয়ে যায়। পরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শাহ আলম নামে কামরাঙ্গীরচরের স্থানীয় এক দোকানমালিক বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
