জামালপুর সংবাদদাতা : ১৮দলীয় জোটের অবরোধের তৃতীয় রাতে জামালপুর-সরিষাবাড়ি রেল লাইন উপড়ে ফেলেছে। এতে জামালপুর থেকে সরিষাবাড়ি, তারাকান্দি হয়ে যমুনা সেতুর টাঙ্গাইল রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জামালপুর জং রেলওয়ের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানিয়েছেন, রবিবার দিবাগত রাতের অন্ধকারে সরিষাবাড়ি বারইপটল ও টাঙ্গাইল হেমনগর রেলস্টেশনের মাঝ পথে সোনামুই এলাকায় দেড় শ’ মিটার রেল লাইন উপড়ে ফেলেছে দুস্কৃতিকারীরা। এতে রেল যোগাযোগ বন্ধ আছে। বর্তমানে চট্রগ্রামগামী ধলেশ্বর এক্সপ্রেস হেমনগর স্টেশনে পড়ে আছে। দ্রুত রেল লাইন মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
