চুয়াডাঙ্গা প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চুয়াডাঙ্গার দু’টি আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীসহ ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। সোমবার বিকাল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা-১ আসনে ৪ জন এবং চুয়াডাঙ্গা-২ আসনে ৬ জন মনোনয়নপত্র জমা দেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও দশম জাতীয় সংসদ নির্বাচনের রিটার্ণিং অফিসার দেলোয়ার হোসাইন জানান, নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সামসুল আবেদীন খোকন, জেলা জাতীয় পার্টির সভাপতি সোহরাব হোসেন ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান জাসদ নেতা এম সবেদ আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর, আওয়ামী লীগ নেতা মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী মাস্টার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ ও জাকের পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ খান যুবরাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
