গাবতলী, বগুড়া, প্রতিনিধি : গাবতলীতে উদ্ধার হওয়া প্রতিবন্ধি মেহেদী হাসানকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার জামায়াতনেতা সমাজ সেবক নুরুজ্জামান মেহেদী হাসানের চাচা শহিদুল ইমলামের হাতে তুলেদেন। গত কয়েকদিন পুর্বে মেহেদী হাসান ১০ তার দুঁপচাচিয়া উপজেলার বোড়াই গ্রামের জাহিদুল উসলামের ছেলে। নিজ বাড়ীর পাশ্বে খেলা করার সময় হারিয়ে যায়। দিকভুলে সে বগুড়ার গাবতলীর নাড়–য়ামালা মধ্যকাতুলীর তেঁতুলগাছী হাট এলাকায় ঘোড়া ফেড়ার সময় স্থানীয় ‘এসো আলোর পথে’ একটি সংগঠন মেহেদী হাসানকে উদ্ধারকরে জামায়াত নুরুজ্জামানকে জানায়। সে ইউএনও এবং ওসিকে অবহিত করে অসুস্থার কারনে মেহেদী হাসানকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এদিকে সন্ধান চেয়ে এসো আলোর পথে সংগঠনটি বগুড়া বড় মসজিদসহ বিভন্ন এলাকায় মোবাইল নাম্বারসহ পোষ্টারিং করেদেয়। সে মোতাবেক মেহেদী হাসানের অবিভাবক সন্ধান পেয়ে চাচা শহিদুল, দাদা আব্দুল জলিল, তছলিম উদ্দীন নুরুজ্জামানের হাত থেকে তাকে বুঝে নেয়। এসময় আব্দুল হামিদ হানিফ, এসো আলোর পথের রবিউল ইসলাম, এনামুল হক, মারুফ ও সোহাগ উপস্থিত ছিলেন।
