কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাজীপুর মহানগরীর আংশিক) আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মেহের আফরোজ চুমকি এমপি ও আজম খান মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দুই দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার চুমকি ও আজম খানের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুই প্রার্থীই তাদের নিজ নিজ দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
