পাবনা প্রতিনিধি : আবারও পাবনার ঈশ্বরদীতে রেলে নাশকতার চেষ্টা চালায় দূর্বৃত্তরা। তবে ট্রেনচালক ও ট্রেন পরিচালকের কারণে ট্রেনটি দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। রেল সূত্রে জানা গেছে, রোববার রাতে ঈশ্বরদী-ঢাকা রেল লাইনের মুলাডুলি ও গফুরাবাদ ষ্টেশনের মধ্যবর্তী স্থানে দূর্বৃত্তরা একটি বিশাল গাছ কেটে রেল লাইনের উপর ফেলে রাখে। তবে ট্রেন পরিচালক ও ট্রেন চালকের কারণে মৈত্রী এক্্রপ্রেস ট্রেনটি দূর্ঘটনা থেকে রক্ষা পায়।
ট্রেন পরিচালক ও বাংলাদেশ গার্ড কাউন্সিলের সাধারন সম্পাদক আফজাল হোসেন জিন্নাহ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী মৈত্রী এক্্রপ্রেস ট্রেন যাত্রী নামিয়ে দিয়ে খালি বগি নিয়ে ঢাকা ক্যান্টমেন্ট ষ্টেশন থেকে ঈশ্বরদীতে আসছিলো। রোববার রাত ১২টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি ও গফুরাবাদ ষ্টেশনের মাঝামাঝি রেলের কিলোমিটার নং ২২০-৩-২ স্থান অতিক্রম করার সময় চালক দেখতে পান রেল লাইনের উপরে কে বা কারা একটি বড় গাছ কেটে ফেলে রেখেছে। এসময় দ্রুত ট্রেন চালক ও ট্রেন পরিচালক জরুরী ভিত্তিতে ট্রেনের গতি কমিয়ে ফেলেন। এসময় রেল লাইনের উপর ফেলে রাখা গাছের সঙ্গে ধাক্কা লাগলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ট্রেন পরিচালক ও চালকসহ মৈত্রী ট্রেনে অবস্থিত রেলের কর্মচারীরা নেমে রেল লাইন থেকে গাছ সরিয়ে ফেলেন। গাছের সঙ্গে ধাক্কা লাগায় ইঞ্জিনের সামনের অংশে কিছুটা ক্ষতি হয়। প্রায় এক ঘন্টা ধরে গাছের গুড়ি সরানোর পর মৈত্রী এক্্রপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ষ্টেশনে এসে পৌছায়।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে শ্যামলবাংলাকে বলেন, মুলাডুলি রেল লাইনটি সিরাজগঞ্জ রেল থানার আওতাভুক্ত। তবে তারা ঘটনাটি সিরাজগঞ্জ রেল পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসেন। তিনি জানান, রেলে নাশকতা ঘটানোর জন্য দূর্বৃত্তরা ঈশ্বরদী-ঢাকা রেল লাইনের মুলাডুলি এলাকায় গাছ কেটে ফেলে রেখেছিলো।
