মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর যুবলীগ, সৈনিক লীগ, বাস্তহারা লীগ ও সম্মলিত আওয়ামী লীগের ব্যানারে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহযোগি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের মনোনয়ন প্রত্যাহার ও ১৮ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
১ ডিসেম্বÍ রবিবার বিকালে মেহেরপুর শহরের হোটলবাজার ৩ রাস্তার মোড়ে শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সদর থানা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সদর থানা যুবলীগের সম্পাদক আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নিশান সাবের, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জসিউর রহমান বকুল প্রমুখ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মাহফিজুর রহমান মাহবুব, যুবলীগ নেতা আহসান হাবিব গোপাল প্রমুখ। সভায় বক্তরা বলেন, গন মানুষের সাথে সম্পর্কহীন ব্যক্তি ; যিনি আন্দোলন সংগ্রামে না থেকে রাজধানীতে বসবাস করেন। যিনি মেহেরপুরের মানুষের কল্যানে কাজ করেন না তাকে মনোনয়ন দিলে মেহেরপুরের মানুষ মেনে নেবেনা। একজন জনবিচ্ছিন্ন নেতা, যাকে কখনও রাজ পথে দেখাযায়নি এমনকি ছাত্র জীবনে যে শিবিরের রাজনিতির সাথে সম্পৃক্ত ছিল। শুধু মাত্র আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার আত্মীয় হবার কারণে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। যে কারণে মেহেরপুরের আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে সাধারণ ভোটাররাও বিষয়টি স্বাভাববিকভাবে মেনে নিতে পারছেনা। আগামী ৫ জানুয়ারী ১০ম সংসদ নির্বাচন নির্বাচন যদি না হয় তাহলে তিনি ঢাকায় ফুরৎ হয়ে যাবে। তখন জেলার আওয়মী লীগের তৃনমূল নেতা-কর্মীরা রাস্তায় রাস্তায় আন্দলন সংগ্রামে ব্যস্ত হয়ে থাকবে।
