শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে আবারও ৫৯ ঘন্টা বাড়ানো হয়েছে ওই কর্মসূচি। নির্বাচনের তফসিল বাতিল না করায় ২ ডিসেম্বর সোমবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অবরোধ কর্মসূচি বাড়ানোর ওই ঘোষণা দেন। শনিবার ভোর ৬টায় শুরু হওয়া ওই কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল। ৫৯ ঘণ্টা মেয়াদ বাড়ায় তা এখন ১শ ৩১ ঘণ্টার কর্মসূচিতে পরিণত হলো।
এবিষয়ে সালাউদ্দিন আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চলবে। সরকার নির্দলীয় সরকারের দাবি না মানায় ও একতরফা নির্বাচনের তফসিল বাতিল না করায় আমরা অবরোধ কর্মসূচি বর্ধিত করছি। তিনি বলেন, অবরোধ কর্মসূচি বর্ধিত করায় অনেকের কষ্ট হবে। তারপরও ওই কষ্ট স্বীকার করে অবরোধ কর্মসূচি পালনের জন্য আমি দেশবাসীর প্রতি অনুরোধ রাখছি।
উল্লেখ্য, অবরোধের প্রথম দিন শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুলিশ গ্রেপ্তার করার পর সালাহউদ্দিন আহমেদই অজ্ঞাত স্থান থেকে দলের হয়ে ভিডিও বার্তা ও টেলিফোনে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কর্মসূচি জানাচ্ছেন।
