জিএইচ হান্নান, শেরপুর : শেরপুরে ১৮দলীয় জোট আহুত অবরোধ চলাকালে ৩০ নভেম্বর শনিবার মধ্যরাতে শেরপুর জেলা সদরের শেখহাটি বাজারে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এতে অটোরিকশার চালক গোপাল দে আহত হন। এছাড়া তাঁরা চৈতনখিলা বটতলা বাজারে একটি সিএনজি চালিত অটোরিকশাও ভাংচুর করে। তবে ওইসব ঘটনায় সদর থানায় কোনো মামলা বা কেউ আটক হয়নি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম জানান।
এদিকে ১ ডিসেম্বর রবিবার শহরে ইজিবাইক চলাচল করলেও জেলার অভ্যন্তরিণ ও দূরপাল্লার রুটে বাস, ট্রাকসহ ভারী যানবাহন ও সিএনজি চালিত অটোরিকশার চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন।
