মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ১৮ দলীয় জোটের ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধে ২য় দিনে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে অবরোধ পালিত হয়। ১ ডিসেম্বর রবিবার ভোর থেকেই মৌলভীবাজারের ৪টি স্পটে রাস্তা অবরোধ করে মিছিল সমাবেশ করে বিএনপি, জামায়াত, জমিয়ত, যুবদল, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রজমিয়তের নেতা কমীরা। শহরের চাঁদনীঘাট, শমসের নগর রোড, ওয়াপদা পয়েন্ট ও উপজেলা চত্বরে এসব মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ১৮ দলীয় সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা যুগ্ন আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা জামায়াত আমীর আব্দুল মান্নান, বিএনপির প্রথম যুগ্ন সম্পাদক ও মৌলভীবাজার জেলা সংগ্রাম কমিটির অন্যতম নেতা আব্দুল মুকিত, জেলা জামায়াত সেক্রেটারী ইন্জিনিয়ার সাহেদ আলী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, সদর থানা বিএনপির আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জামায়াতের পৌর আমীর ইয়ামীর আলী,পৌর বিএনপির আহ্বায়ক এড আনোয়ার আক্তার চৌধুরী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম,,জেলা জমিয়তের সহ-সাধারন সম্পাদক শাহ মাসুকুর রশীদ, ছাত্রদল নেতা আলী ছব্দর খান বাবর, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, জেলা সভাপতি দেলোওয়ার হোসেন, ছাত্রজমিয়ত জেলা সভাপতি জিল্লুর রহমান, যুবদল নেতা মুজিবুর রহমান, হেনু মিয়া, মতিন বকস, মুক্তার হোসেন প্রমুখ।
