মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের নোয়ারাই গ্রামে তাসলিমা আক্তার (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ ডিসেম্বর রবিবার মৌলভীবাজার মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহত তাসলিমা আক্তার নোয়ারাই গ্রামের বশার মিয়ার স্ত্রী।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে তাসলিমা আক্তার বিষ পান করে শনিবার রাতে আত্মহত্যা করেছে। ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।