মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা-২ আসনে সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মান্নানের সমর্থনে রবিবার সন্ধায় মহম্মদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি স্থানীয় ফুটবল খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ফুটবল খেলার মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, ছাত্রলীগের আহবায়ক মোঃ ঈদুল শেখ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সামছুর রহমান প্রমূখ। মিছিলে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধীক নেতা-কর্মী অংশ গ্রহন করেন।
