মশিউর রহমান পিংকু, ভোলা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে ভোলার তুলাতুলি লঞ্চঘাটে হাতিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি টিপু-৫ লঞ্চে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। ওই সময় লঞ্চের ২ যাত্রী আহত হয়। ১ ডিসেম্বর রবিবার ভোরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার ভোররাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি টিপু-৫ লঞ্চটি ভোলার মনপুরা ও তজুমুদ্দিন হয়ে ভোলা সদরের তুলাতুলি লঞ্চঘাটে আসে। এসময় অবরোধকরীরা লঞ্চটি লক্ষ করে পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে লঞ্চে থাকা ২ ুযাত্রী আহত হয়। লঞ্চের স্টাফ মোঃ ছামসু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে বেলা ১১ টায় সদর উপজেলার ব্যাপারী বাজার এলাকায় কেন্দ্রীয় যুবদল সহ-সম্পাদক ও জেলা যুবদল সহ-সভাপতি তরিকুল ইসলাম কায়েদ‘র নেতৃত্বে¡ বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসময় তারা ১৫টি অটোরিক্সা ও ২টি মাহেন্দ্রা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ অবরোধকারীদের ধাওয়া করে। এতে পুলিশের লাঠির আঘাতে যুকদল কর্মী তরিকুল গুরুতর আহত হয়। অপরদিকে চরফ্যাশন উপজেলার ৬টি যানবাহন ভাংচুর করেছে অবরোধকারীরা। এতে আহত হয় ৯ যাত্রী। রবিবার ভোরে ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপজেলার ওসমানগঞ্জ পাঙ্গাসিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। এসময় ২টি অটোরিক্সা ভাংচুর করে। একই সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাদ্রাসা বাজার সড়ক অবরোধ করে যাবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় ৪ টি টেম্পু ভাংচুর করা হয়। এছাড়া লালমোহন সড়ক অবরোধ করে চলাচলকারী টেম্পুতে হামলা চালায় অবরোধকারীরা। এতে ৫ যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
