মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবরোধের প্রথম দিন শনিবার কাঁঠালতলী এলাকায় পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
১ ডিসেম্বর রবিবার ভোরে এসআই ফিরোজ আহমদ বাদী হয়ে বিএনপি জামায়াতসহ সহযোগী অঙ্গ সংগঠনের ২৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে ওই মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, বাবুল (২২), সাইদুল ইসলাম (২০), তারেক সাইফুল (১৯), সাহাবুউদ্দিন (২৪), মুহিদ মিয়া (২২)। বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান। আটক সবাই ১৮ দলীয় জোটের কর্মী।
উল্লেখ্য, ৩০ নভেম্বর শনিবার দুপুরে বড়লেখা উপজেলার কাঁঠালতলী বাজারে পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি করে।
