মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা : রোববার সকাল সাড়ে দশটায় বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনা বেগম এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, বিশেষ অতিথি মধুখালী প্রেসকÍাবের সাধারণ সম্পাদক আকরাম খান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম,সিএইচসিপি হিজমুল ইসলাম, ব্রাক এর প্রতিনিধি সবিতা রানী সহ স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি ক্লিনিকের মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লে থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে উজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরীফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসলাম উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আওয়াল আকন্দ র্যালীতে অংশ গ্রহন করেন। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্য ছিল, “এইডস সংক্রমন, এইডস এ মৃত্যু আর একটিও নয়।”
