দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি : “এইচআইভি সংক্রামণ ও এইডস মৃত্যুঃ নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গীকার।” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কুমিল্লার দেবিদ্বারে পালিত হয়েছে ‘বিশ্ব এইডস দিবস’। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্নঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভার-প্রাপ্ত কর্মকর্তা ডাঃ আলীনূর বশির আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। উপজেলা এম,টি,ই,পি,আই মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ডাঃ খোকন চন্দ্র মজুমদার, ডাঃ মহিউদ্দিন আহমেদ, আব্দুল মতিন মোল্লা প্রমূখ।
