ঝালকাঠি সংবাদদাতা : ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন গতকাল রবিবার ঝালকাঠি থেকে কোন দূর পালার বাস ছেড়ে যায়নি। জেলার আভ্যন্তরীন রুটেও বাস চলাচল ছিলো বন্ধ। গতকাল বেলা ১১টায় যুবলীগ ক্যাডার স্বপনের নেতৃত্বে সদর উপজেলার শেখের হাট বাজার বিএনপি অফিস, গুয়াটন বিএনপি অফিস ও সারেঙ্গল বিএনপি অফিসে হামলা চালায় য্্ুবলীগ। এ সময় হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাংচুর সহ অফিসে থাকা টেলিভিশন লুট করে নিয়ে যায় বলে স্থানীয় বিএনপি নেতারা বর্তমানকে, জানান । এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা থেকেই প্রমান হয় আ’লীগের অধীনে কখনও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অপর দিকে কাঠালিয়ায় ব্রীজের ডেকস্লাপ উপরে পেলার সন্দেহে শৌলজালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাদ্দাম কে গ্রেফতার করছে পুলিশ।
