মৌলভীবাজার প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেল লাইনে টায়ার জালিয়ে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। ৩০ নভেম্বর শনিবার রাত ১১ টার দিকে স্টেশনের দক্ষিণ আউটার সিগনালের কাছে ওই ঘটনা ঘটে।
জানা যায়, নাশকতার চেষ্টায় দুবৃর্ত্তরা রেল লাইনে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার চেষ্টায় রেললাইনে আগুন দেয়া হয়েছে। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
