মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলারা ব্রাক্ষণবাজার ইউনিয়ন থেকে দুইটি মূর্তি চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। ১ ডিসেম্বর রবিবার লোহানিচড়া চা বাগানের শিবমন্দিরে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় শিবমন্দিরের করুনা সিংহ বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক রাজিব আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
