কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ১৮ দলের ডাকা ৭২ ঘন্টার অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও নামক স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করে কলা ভর্তি একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। ৩০ নভেম্বর শনিবার রাতে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ট্রাকের ড্রাইভার ও হেলপার।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে অবরোধকারীরা টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও নামক স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করে কলা ভর্তি ঘোড়াশালগামী একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনা স্থলে পৌঁছবার আগেই ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পেট্রোল বোমায় ট্রাকের ড্রাইভার মোঃ মিনু মিয়া (৪২) ও হেলপার রুবেল (৩০) দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। দু’জনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করে। আহত দু’জনের বাড়ী বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামাদার পুকুর গ্রামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভূইয়া অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওই ঘটনায় থানায় এখনও কোন মামলা হয়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।