কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের ৮ ও ৯নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা, সাবেক এমএলএ, এমপিএ, এমসিএ, শিক্ষানুরাগী, কবি, লেখক ও সমাজসেবক প্রয়াত মমতাজ আহমেদের স্মরণসভা কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ চত্বরে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, মমতাজপুত্র অধ্যাপক এমএ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার ফারুক, আ’লীগ নেতা সরদার মুজিব, প্রফেসর ড. এম আমানুল্য¬াহ, অধ্যক্ষ নজিবুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক আনিছ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, এড. আব্দুল জলিল, অধ্যক্ষ ইউনুস আলী, আরএম ফরহাদ, কপাই’র সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সা. সম্পাদক এড. শেখ কামাল রেজা, জাপা সভাপতি এম. মুনছুর আলি, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন সাহা, বিলকিস রায়হান, অধ্যাপক আবুল হোসেন, অধ্যক্ষ বিল¬াল হোসেন আবীর, এড. কাজী আব্দুল¬াহ আল হাবীব, অধ্যাপক আবুল খায়ের প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত মমতাজ আহমেদের স্মরণে বের হওয়া পত্রিকা ‘শ্রদ্ধাঞ্জলি’র মোড়ক উন্মোচন করা হয়। উলে¬¬খ্য, গত ৩ নভেম্বর কলারোয়ার বোয়ালিয়া গ্রামের নিজ বাসভবনে মমতাজ আহমেদ মৃত্যুবরণ করেন।