এম. এ করিম মিষ্টার, নীলফামারী : অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে নীলফামারী। বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করায় সবজি চাষীরা বিপাকে পড়েছে। বিক্ষুব্ধ অবরোধকারীরা জেলার সৈয়দপুর, জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরীগঞ্জ উপজেলার প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শাক-সবজি বাজারে আনতে পারছেন না এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠাতেও পারছেন না। এতে করে নতুন আলু, বেগুন, সিম, ফূলকপি, মুলা, ধনেপাতাসহ বিভিন্ন শাক-সবজি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চাষীরা। পরিবহন বন্ধ এমনকি অবরোধে রিকশা-ভ্যানও চলাচল করতে না পারায় উৎপাদিত কৃষিপণ্য নিয়ে মাথায় হাত পড়েছে কৃষকের। এতে করে কৃষকদের পানির দামে শাক-সবজি বিক্রি করতে হচ্ছে।

