ঝালকাঠি সংবাদদাতাঃ- স্বাধীনতার ৪২ বছর পরেও আমরা ক্ষমতার হাত বদল শিখিনি। দেশ স্বাধীনের লড়াই ও বর্তমান লড়াই এক হতে পারে না। গত ৩দিনে ২০টিরমত প্রান শেষ হয়ে গেল এ কোন ধরনের লড়াই। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে দুপুর ১টায় এক কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেছেন,জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। তিনি আরো বলেন, আগামী ৫ জানুয়ারির নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। উপজেলা জেপির আহবায়ক মোঃ এনায়েত হোসেন খশরুর সভাপতিত্বে এসময় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম,কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল,ভান্ডারিয়া ইউপি চেয়ারাম্যান মোঃ সরোয়ার হোসেন, ,সাবেক উপজেলা সভাপতি এবিএম হুমায়ুন কবির, মোঃ জাকির হোসেন মজনু,মোস্তাফিজুর রহমান ছেন্টু, মজিবুর রহমান দুধা,আব্দুল মালেক খান।
