এম. আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : বিএনপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের পেকুয়া ও ঢাকা গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশি তল্লাশির প্রতিবাদে পেকুয়ায় প্রতিবাদ মিছিল বের করা হয়েছে।
জানা যায়, ৩০ নভেম্বর সকাল ১০ টার দিকে পেকুয়া থানার এস আই কামালের নেতৃত্বে একদল পুলিশ সালাহউদ্দিন আহমদের পেকুয়া সিকদার পাড়া গ্রামের বাসা সাঈদ মনজিলে তল্লাশি চালায়। এসময় পুলিশ সাঈদ মনজিলের ২য় তলায় তার বেডরুমসহ বাড়ীর সবগুলো কক্ষে ব্যাপক তল্লাশি চালায়। এসময় বাসার নীচ তলায় তার ছোটভাই নাছির উদ্দিন, তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা অবস্থান করছিলেন। সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছফওয়ানুল করিম বলেন, একদল পুলিশ এসে স্যার কোথায় আছে জানতে চাইলে ওনি ঢাকায় আছেন বলে জানালে তারা উপরের নির্দেশের কথা বলে বাসায় তল্লাশি করতে চায়। আমি কক্ষের দরজা খুলে দিলে তারা তল্লাশি চালিয়ে চলে যায়। এদিকে সালাহউদ্দিন আহমদের ঢাকার গুলশান-২ এর বাসায়ও ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের সহধর্মীনি এ্যাডভোকেট হাসিনা আহমেদ এমপির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুপুর ১টার দিকে বিপুল সংখ্যক পুলিশ বাসায় এসে সালাহউদ্দিন আহমদকে খুঁজেন এবং বাসার বিভিন্ন কক্ষে তল্লাশী চালায়। তবে বাসার কারো সাথে খারাপ আচরণ করা হয়নি বলে জানান তিনি। এদিকে সালাহউদ্দিন আহমদকে বিএনপির মুখপাত্রের দায়িত্ব দেয়ার সাথে সাথে তার বাসায় পুলিশের তল্লাশি চালানোর প্রতিবাদে পেকুয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। মিছিলটি পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ব্যাপারে পেকুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপরের নির্দেশেই সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় তল্লাশি করা হয়েছে।
